ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

বেরোবিতে নতুন উপাচার্য নিয়োগ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪

দীর্ঘ দেড় মাস পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. শওকত আলী বুধবার সন্ধায় উপাচার্য হিসেবে যোগদান করেছেন।

যোগদানের পর শওকত আলী বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ বেরোবি শিক্ষার্থী আবু সাইদ শহীদ না হলে দ্বিতীয় স্বাধীনতা পেতামনা।

তিনি বলেন রোকেয়া বিশ্ববিদ্যালয় হচ্ছে আবু সাইদের বিশ্ববিদ্যালয় এটা সারাদেশ জানে। তিনি বলেন আমার প্রথম কাজ হচ্ছে এই প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণার কাজ জোরদার করা। আবু সাইদের স্বপ্নকে বাস্তবায়ন করা। যে জাতি শিক্ষা গবেষণায় যত উন্নত পৃথিবীর বুকে তারাই শ্রেষ্ঠ।

উপাচার্য বলেন ছেলে ও মেয়েদের দুটি করে হল নির্মাণ করে পুরোপুরি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করবো।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি